Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Mission & Vision

.

 

রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটি’র রুপকল্প (Vission), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলিঃ

 
১.১ রুপকল্প (Vission)ঃ
দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স এর প্রবাহ বৃদ্ধি, বেকারত্ব  হ্রাস ও অর্থনৈতিক উন্নয়ন।  
 
১.২ অভিলক্ষ্য (Mission)ঃ
স্থানীয় ও আন্তর্জাতিক  শ্রমবাজারের চাহিদা অনুযায়ী  আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান।
 
 
১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)ঃ 
 
১.৩.১ রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটি এর কৌশলগত উদ্দেশ্যসমূহ:
১. দক্ষ জনশক্তি তৈরি।
২. নিরাপদ অভিবাসন এবং প্রবাসী ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ।
৩. রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়তা প্রদান।
৪. বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ গ্রহনে উদ্ধুদ্ধ করণ।
 
 
১.৪ কার্যাবলী (Functions) :
 
১. অভ্যন্তরীণ ও আন্তজার্তিক শ্রমবাজারের চাহিদার সাথে সাথে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান।
২. সার্বিক প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার।
৩. SEIP প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান সৃষ্টি।
৪. RPLপরীক্ষার মাধ্যমে দক্ষতা যাচাই পূর্বক সনদ প্রদান।
৫. পেশা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধকরণ।
৬. নিরাপদ অভিবাসনে বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিরাপদ অভিবাসন, অধিকার ও স্বার্থ রক্ষা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়তা প্রদান।
৭. ই-লার্নিং  প্রশিক্ষণ চালু ও বাস্তবায়ন।
৮. নতুন প্রকল্পে অন্তভূর্ক্ত হয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা। 
 
..